বিজ্ঞান অভিযাত্রা ২০২৫

স্থান: রাজধরপুর মাধ্যমিক বিদ্যালয়

তারিখ: ৩১ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ

৩১ জানুয়ারি, ২০২৫ তারিখে রাজবাড়ী জেলার অন্যতম শীর্ষস্থানীয় বিদ্যালয় রাজধরপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আমার স্কুল প্রজেক্ট (এএসসপি) বিজ্ঞান ও গণিত উৎসব ‘বিজ্ঞান অভিযাত্রা ২০২৫’ অনুষ্ঠিত হয়। ১ দিন ব্যাপী এই উৎসবে থাকবে নানা রকম বিজ্ঞান এবং গণিতের মজার-মজার প্রতিযোগিতা। আনুষ্ঠানের মূল লক্ষ্য-উদ্দেশ্য শিক্ষার্থীদেরকে কৌতূহলী মানুষ হিসেবে তৈরি  এবং বিজ্ঞান এবং গণিতকে মজার করে তোলা, এর ভয়-ভীতি দূর করতে সাহায্য করা।

অংশগ্রহণকারীদের ক্যাটাগরি:
প্রাইমারি: ৩য় থেকে ৫ম শ্রেণি
জুনিয়র: ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি
সেকেন্ডারি: ৯ম এবং ১০ম শ্রেণি

প্রতিযোগিতাসমূহ:
গণিত অলিম্পিয়াড
পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড
বিজ্ঞান অলিম্পিয়াড
সুডোকু
প্রশ্ন বাক্স
দাবা
রুবিক্স কিউব
ওপেন কুইজ

অনুষ্ঠানের সময়সূচি:
১. আনুষ্ঠানিক উদ্বোধন (সকাল ৮:৩০)
২. গণিত অলিম্পিয়াড (সকাল ৯:০০-১০:০০)
২. পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড এবং বিজ্ঞান অলিম্পিয়াড (সকাল ১০:০০-১১:০০)
৩. সুডোকু (১১:০০-১১:৪০)
৪. রুবিক্স কিউব (১১:৪৫-১২:০০)
৫. খাবার ও নামাজের বিরতী (দুপুর ১২:০০-২:০০)
[শিক্ষার্থীদের জন্য দুপুরে খাবারের ব্যবস্থা রাখা হয়েছে]
৬. ওপেন কুইজ (দুপুর ২:০০-৩:০০)
৭. প্রশ্ন-উত্তর, সাংগঠনিক অলোচনা এবং সদস্য উদ্ভুদ্ধকরণ (বিকাল ৩:০০-৪:০০)
৮. পুরষ্কার বিতরনী (বিকাল ৪:০০-৫:০০)

এর বাইরে নির্দিষ্ট সময় ছাড়া থাকছে:
৯. দাবা [লাঞ্চ টাইমে]
১০. সংগঠনিক ও গঠনতন্ত্রের ওপর আলোচনা এবং মজার পরিক্ষা (শুধু ইন্সট্রাক্টরদের) [লাঞ্চ টাইমে]

পুরষ্কার:
ক্রেস্ট এবং সনদপত্র

অংশগ্রহণের ফি:
প্রাইমারি: ৭০/- টাকা
জুনিয়র: ১০০/- টাকা
সেকেন্ডারি: ১০০/- টাকা
বি.দ্র: বিজ্ঞান অভিযাত্রা ২০২৫ এর নিবন্ধন ফি থেকে ৫০ টাকা ১ বছর মেয়াদি সাধারণ সদস্য ফি হিসাবে বিবেচিত হবে।

রেজিস্ট্রেশন ফর্মের নমুনা