বিজ্ঞান অভিযাত্রা ২০২৫ রেজিস্ট্রেশন ফর্ম

বিজ্ঞান অভিযাত্রা ২০২৫ সম্পর্কে বিস্তারিত জানো এখানে। যেকোন প্রয়োজনে ইনবক্স করো আমাদের ফেইসবুক পেইজে

Please enable JavaScript in your browser to complete this form.
ক্লাস রোল
ক্যাটাগরি
প্রতিযোগিতার বিষয়:
যে যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও সে সে বিষয় ‍নির্বাচন কর। কুইজ এবং বুদ্ধিমত্তা যাঁচাই প্রতিযোগিতায় সবার জন্য উন্মুক্ত। বিজ্ঞান অভিযাত্রা ২০২৫ এর যেকোন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য একটি নিবন্ধনই যথেষ্ট।
কে ‘Send Money’ করতে হবে 01880776417 নম্বরে।

রেজিস্ট্রেশন ফি:
  1. প্রাইমারি (৩য়-৫ম) ৭০ টাকা
  2. জুনিয়র (৬ষ্ঠ-৮ম): ১০০টাকা
  3. সেকেন্ডারি (৯ম-১০ম): ১০০ টাকা

বি.দ্র.: বিজ্ঞান অভিযাত্রা ২০২৫ এ নিবন্ধন করলে সে বিনামূল্যে ১ বছর মেয়াদী সাধারণ সদস্য হিসাবে নিবন্ধিত হবে। রেজিস্ট্রেশন ফি পাঠানোর সময় নম্বর সাবধানে সতর্কতার সহিত দেখে নেবে।

বিকাশ bKash Transaction ID (TrxID) যেভাবে দেখবেন তা জানতে এখানে ক্লিক করুন


গুরুত্বপূর্ণ তথ্য: ফর্ম সাবমিট করার পর সফলভাবে যদি রেজিস্টেশন ফি জমা হয় তথা সম্পন্ন হয় তাহলে তোমাকে তোমার মোবাইল নম্বরে এসএমএস (SMS) এর মাধ্যমে একটি অনন্য নিবন্ধন নম্বর পাঠানো হবে। এই নিবন্ধন নম্বরই তোমার প্রবেশপত্র।